Unearthly Light

Munmun Bhattacharjee

EPUB
ca. 2,49

PublishDrive img Link Publisher

Belletristik / Gegenwartsliteratur (ab 1945)

Beschreibung

About the book:
অনঘ আলোয়


অনুভূতিময় অনাবিল ব্যাপ্তিতে জাগ্রত হয় জীবন। তার অলিন্দে জন্ম নেয় বিভিন্ন ভাবময় আঙ্গিক--যা কবিতা হয়ে ওঠে।


যদি জীবনকে একটা পথ বলে ধরে নিই তাহলে কবিতা তাকে অতিক্রম করার পাথেয়।


চতুর্থ শ্রেণীর শিশুমনের আয়নায় প্রতিবিম্বিত হয়েছিল একটা নাম ''ভাইয়ের ঘোড়া''---সেদিনের সেই একটা ছোট্ট ছড়া দিয়ে কবিতা লেখায় আমার হাতেখড়ি।


তারপর থেকেই রক্তে দাপিয়ে বেড়াচ্ছে কবিতারা। মাঝদরিয়ায় যখন আমি ভাসছি, মনে হল কবিতাগুলোকে বিনিসুতোর মালায় গেঁথে ফেলি---''অনঘ আলোয়'' সেই মালা।


আলো সর্বদাই অপাপবিদ্ধ তবুও সেই আলো যাতে সকলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে অমোঘ আনন্দদানে সমর্থ হতে পারে তাই আমার এই প্রথম কাব্যিক নিবেদনের নাম ''অনঘ আলোয়''।


মুনমুন ভট্টাচার্য্য
About the author:


"মুনমুন ভট্টাচার্য্য:-


মনের গতিবেগ আলোর চেয়েও বেশি--সকলের জানা আছে, নিশ্চয়ই। এই মনের ভেতরে নিরন্তর চলতে থাকে বিভিন্ন দৃশ্য বিভিন্ন রঙের বিস্তার, যেগুলোর সাবলীল প্রকাশই হলো--কবিতা।সাহিত্যের বিভিন্ন প্রকরণের মধ্যে, ''কবিতা''--আঙ্গিকটি, আমার সবচেয়ে প্রিয়।আমার শৈশবের কিছুটা কেটেছে বর্ধমান শহরে, পরবর্তী শৈশব, পড়াশোনা সবটাই মধ্যমগ্রামে।বারাসাত বীণাপাণি উচ্চ বিদ্যালয় (উঃমাঃ)থেকে আমি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করি। আমি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের বাংলা স্নাতক বিভাগের ছাত্রী ছিলাম, পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্নাতকোত্তরে পড়া। বর্তমানে জামশেদপুর নিবাসী।"

Kundenbewertungen